দর পতনের শীর্ষ নিটল ইন্স্যুরেন্স
শেয়ারবাজার রিপোর্ট :সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে নিটল ইন্স্যুরেন্স লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ৮২ শতাংশ কমেছে। কোম্পানিটি ১৩২ বারে ৪০ হাজার ৩৪ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৭ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ৬৮ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৪৭ বারে ৬ লাখ ৩৮ হাজার ৫৬৯ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩ কোটি ৬৯ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা জনতা ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ০১ শতাংশ কমেছে। কোম্পানিটি ২৫১ বারে ১ লাখ ৪৮ হাজার ৯৫৬ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪৭ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- ফনিক্স ইন্স্যুরেন্সের ৩.৯৯ শতাংশ, এক্সপ্রেস ইন্স্যুরেন্সের ৩.৯৩ শতাংশ, পাইওনিয়ার ইন্স্যুরেন্সের ৩.৮৯ শতাংশ, ইউনাইটেড ইন্স্যুরেন্সের ৩.৮১ শতাংশ, ইসলামী ইন্স্যুরেন্সের ৩.৬২ শতাংশ, গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ৩.৫০ শতাংশ এবং মেঘনা ইন্স্যুরেন্সের শেয়ার দর ৩.৪১ শতাংশ কমেছে।
শেয়ারবাজার নিউজ /খা.হা.