বিদায়ী মাসে লেনদেন কমেছে ১১ হাজার কোটি টাকা
নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) চলতি অর্থবছরের (২০২২-২৩) প্রথম মাস জুলাইয়ে আগের অর্থবছরের তুলনায় ১১ হাজার কোটি টাকা কম লেনদেন হয়েছে। লেনদেন কমায় সরকার ডিএসই থেকে বিপুল পরিমাণ রাজস্ব হারিয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইর সূত্রে, ঈদুল আজহার ছুটির কারণে দুই দিন পুঁজিবাজার বন্ধ থাকায় নতুন অর্থবছরের জুলাইয়ে মোট ১৯ কর্মদিবস লেনদেন হয়েছে। বাজেট পরবর্তী প্রথম মাসে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১২ হাজার ২৮৪ কোটি ১২ লাখ ৩৩ হাজার ২১২ টাকা।
এর আগের বছর অর্থাৎ ২০২১ সালের জুলাই মাসে লেনদেন হয়েছিল ২৩ হাজার ৩০৩ কোটি ৪৩ লাখ ৪৭ হাজার ৮৪৪ টাকা। সেই হিসাবে লেনদেন কমেছে ১১ হাজার ১৯ কোটি ৩১ লাখ ১৪ হাজার ৬৩২ টাকা।
এছাড়া, বিদায়ী অর্থবছরের শেষ মাস জুনের চেয়েও জুলাই মাসে ৫ হাজার কোটি টাকা কম লেনদেন হয়েছে। বাজারটিতে জুন মাসে মোট ২২ কর্মদিবস লেনদেন হয়েছিল। এই সময়ে লেনদেন হয়েছিল ১৭ হাজার ৯৩৯ কোটি ৭৮ লাখ ১ হাজার ৯ টাকা। সে হিসাবে ৫ হাজার ৬৫৫ কোটি ৬৫ লাখ ৬৭ হাজার ৭৯৭ টাকা লেনদেন কমেছে।