আজ: বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ইং, ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০৪ অগাস্ট ২০২২, বৃহস্পতিবার |

kidarkar

দর বাড়ার সংবেদনশীল তথ্য নেই ২ কোম্পানির

শেয়ারবাজার রিপোর্ট :পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ওরিয়ন ইনফিউশন ও বাংলাদেশ ফিন্যান্স সার্ভিসেস লিমিটেডের অস্বাভাবিক শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। কোম্পানিগুলোর শেয়ারে অস্বাভাবিক দর বাড়ার কারণ ডিএসই জানতে চাইলে কোম্পানিগুলো এমনটিই জানায় ডিএসইকে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সম্প্রতি কোম্পানি দুইটির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে ডিএসই ৩ আগস্ট  নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানি দুইটি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।

বাজার পর‌যবেক্ষণে দেখা যায়, ডিএসইতে গত ৫ জুলাই ওরিয়ন ইনফিউশনের শেয়ার দর ছিল ৯৩ টাকা ৪০ পয়সা।  ৩ আগস্ট কোম্পানিটির শেয়ার দর ১২৫ টাকা ৫০ পয়সায় উন্নীত হয়।

অন্যদিকে বিআইএফসির শেয়ার দর গত ৫ জুলাই ছিল ৬ টাকা ৪০ পয়সা। ৩ আগস্ট শেয়ারটির দর ১২ টাকা ৪০ পয়সায় উন্নীত হয়।

 

শেয়ারবাজার নিউজ /খা.হা.

১ টি মতামত “দর বাড়ার সংবেদনশীল তথ্য নেই ২ কোম্পানির”

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.