আজ: মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ইং, ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০৪ অগাস্ট ২০২২, বৃহস্পতিবার |

kidarkar

বৃহৎ করদাতার সম্মাননা পেল শাহ্জালাল ইসলামী ব্যাংক

নিজস্ব প্রতিবেদক: ২০২১-২২ অর্থবছরের আয়কর রাজস্ব আহরণে ব্যাংকিং খাতে অন্যতম শীর্ষ কর প্রদানকারী হিসেবে বিশেষ অবদান রাখার জন্য জাতীয় রাজস্ব বোর্ডের বৃহৎ করদাতা ইউনিট (এলটিইউ) থেকে বিশেষ সম্মাননা অর্জন করল শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড।

০২ আগস্ট জাতীয় রাজস্ব বোর্ডের বৃহৎ করদাতা ইউনিট (এলটিইউ) কর্তৃক “শীর্ষ করদাতাগণের জন্য বিশেষ সম্মাননা অনুষ্ঠান” এর আয়োজন করা হয়।

অনুষ্ঠানে জাতীয় রাজস্ব বোর্ডের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি) এর মহাপরিচালক এ কে এম বদিউল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের বিশেষ অতিথি কর আপিল অঞ্চল-২ এর কর কমিশনার মিস রওনাক আফরোজ এর নিকট থেকে শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড এর চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মোঃ জাফর ছাদেক, এফসিএ উক্ত বিশেষ সম্মাননা গ্রহণ করেন।

অনুষ্ঠানে বৃহৎ করদাতা ইউনিট (এলটিইউ) এর কর কমিশনার মোঃ ইকবাল হোসেন-সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 

২ উত্তর “বৃহৎ করদাতার সম্মাননা পেল শাহ্জালাল ইসলামী ব্যাংক”

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.