ডলার সাশ্রয়ে বিদেশগামীদের ক্রেডিট কার্ড ব্যবহারের পরামর্শ
নিজস্ব প্রতিবেদক: দেশে মার্কিন ডলারের তীব্র সংকট চলছে। আর সংকট মোকাবেলায় শিক্ষা, চিকিৎসা ও ভ্রমণ প্রভৃতি কাজের জন্য বিদেশ গমনে ক্রেডিট কার্ড ব্যবহার বৃদ্ধি করতে হবে। বিদেশে ক্রেডিট কার্ড থেকে ডলারে খরচ করলে তার বিপরীতে দেশের ভেতরে টাকায় ক্রেডিট কার্ডের বিল পরিশোধ করা যাবে। একে ডলার সাশ্রয় হবে এবং ডলারের ওপর চাপ কমে আসবে।
বাংলাদেশ ব্যাংকে বৃহস্পতিবার আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এসব কথা বলেন কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম।
তিনি বলেন, ‘করোনার পরে আমাদের দেশ থেকে অনেক লোক বাহিরে যাচ্ছেন। কিন্তু তুলনামূলকভাবে তার চেয়ে আসছেন কম। এতে ডলারের বিশি খরচ হচ্ছে। এজন্য ডলার সাশ্রয়ের লক্ষ্য বিদেশে যাওয়ার সময় যতটা সম্ভব নগদ ডলার কম করে নিতে হবে। দেশের বাহিরে কেনাকাটা ও চিকিৎসাসহ যাবতীয় খরচ ক্রেডিট কার্ড দিয়ে করতে হবে। যার ফলে খোলা বাজারে ডলারের সংকট কিছুটা হলেও দূর হবে। এতে কিন্তু সুযোগ-সুবিধা বা সেবা পেতে কোন হেরফের হবে না। আর এটা একটা সময় ও পরিস্থিতির জন্য দরকার।’
সিরাজুল ইসলাম এক প্রশনএর জবাবে বলেন, ‘খোলা বাজারে ডলারের ব্যাপক সংকট চলছে। মানি চেঞ্জিং হাউসে অর্থাৎ খোলাবাজার বা কার্ব মাকের্টে নগদ এক ডলার ক্রয়-বিক্রয় হচ্ছে ১১৮-১২০ টাকা। এখানে ২৩৫ টি বৈধ মানি চেঞ্জিং হাউস রয়েছে। আর অবৈধভাবে প্রায় ৭ শতাধিক। সবকিছু নিয়ে কাজ করছে বাংলাদেশ ব্যাংক। আশা করা যায় পরিস্থিতি দ্রুতই স্ভাবাবিক হবে।’
ডলারের কারসাজি রোধে অভিযান বিষয়ে তিনি বলেন, ‘কারসাজির বিষয়ে অভিযান চলছে। অপরাধ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’