জনতা ইন্স্যুরেন্সের ৩৬তম বার্ষিক সাধারণ সভা
নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি জনতা ইন্স্যুরেন্সের ৩৬তম বার্ষিক সাধারণ সভা ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানীর চেয়ারম্যান জাফরুল ইসলাম চৌধুরী। সভায় উপস্থিত ছিলেন নির্বাহী কমিটির চেয়ারম্যান ওয়ারিসউজ্জামান চৌধুরী। পরিচালকদের মধ্যে উপস্থিত ছিলেন ইমরানা জামান চৌধুরী, বেলাল আহমেদ, আনজারিন মতিন চৌধুরী, আলভিরা আহসান চৌধুরী, কামরুদ্দিন পারভেজ, আবু হায়দার চৌধুরী (আমজাদ), শহিদুল কাদির চৌধুরী, আবেল আহমেদ, কামরুন্নাহার, সুলতানা হাসেম, ফাহিমা আকতার, জান্নাতুল ফেরদৌস জিনা, দিপক রঞ্জন দত্ত, এফসিএ (স্বতন্ত্র), শামসুদ্দিন আহমেদ চৌধুৃরী (স্বতন্ত্র)। এছাড়া আরো উপস্থিত ছিলেন কোম্পানীর মূখ্য-নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবু বক্কর ছিদ্দিক এবং কোম্পানী সচিব মোঃ আহসান হাবীব।
সভায় ২০২১ সালের নিরীক্ষিত হিসাব বিবরণী মোতাবেক কোম্পানীর সকল শেয়ারহোল্ডারদের জন্য ৫% বোনাস শেয়ার এবং ৬% নগদ লভ্যাংশ অনুমোদিত হয়।