স্ট্যান্ডার্ড ব্যাংকের লভ্যাংশে বিএসইসির অনুমোদন
নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের ডিসেম্বর-২০২১ সমাপ্ত বছরের জন্য এনটাইটেল শেয়ারহোল্ডারদের ৩ শতাংশ স্টক লভ্যাংশ দেওয়ার অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বৃহস্পতিবার (১১ আগস্ট) কমিশন থেকে এ সংক্রান্ত একটি চিঠি ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক বরাবর পাঠানো হয়েছে বলে বিএসইসি সূত্রে জানা গেছে।
চিঠিতে বলা হয়েছে, যেহেতু স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমতি নিয়ে এই লভ্যাংশ ঘোষণা করেছে এবং শেয়ারহোল্ডাররা বাসেল-৩ প্রয়োজনীয়তা মেনে চলার জন্য উল্লিখিত স্টককে অনুমোদন করেছে। তাই কমিশন যোগ্য শেয়ারহোল্ডারদের ৩ শতাংশ স্টক লভ্যাংশ দেওয়ার অনুমতি দেওয়া উপযুক্ত বলে মনে করে।
প্রয়োজনীয় পদক্ষেপের জন্য এ সংক্রান্ত চিঠির একটি করে কপি ডিএসই, সিএসই এবং সিডিবিএলের ব্যবস্থাপনা পরিচালক বরাবর পাঠানো হয়েছে