জেসিআই বাংলাদেশের সাধারন সভা অনুষ্ঠিত
জেসিআই ঢাকা ইস্ট, জেসিআই বাংলাদেশের অন্যতমপ্রতিষ্ঠাতা লোকাল অর্গানাইজেশন| জেসিআই ঢাকা ইস্ট ১২ই আগস্ট প্রথমবারের মতো কক্সবাজার“নিশোরগো হোটেল অ্যান্ড রিসোর্ট“-এ সফলভাবে তৃতীয়সাধারণ সদস্য সভা অরগানাইজ করে। সাধারণ সদস্যসভায় সভাপতিত্ব করেন ২০২২ এর লোকাল প্রেসিডেন্টশেজান আজিম। সভায় বোর্ড অব ডিরেক্টরসসহসংগঠনের অন্যান্য সাধারণ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানটিতে আরও উপস্থিত ছিলেন জেসিআইবাংলাদেশের জেনারেল লিগাল কাউন্সেল ইমরান কাদিরও জেসিআই বাংলাদেশের ন্যাশনাল ভাইস প্রেসিডেন্টনাজমুল হোসেন সবুজ।
সংগঠনের মিশন ও ভিশন ঘোষণার পর লোকালঅর্গানাইজেশনের সভাপতি সভায় উপস্থিত নতুন সদস্য ওবিশেষ অতিথিদের স্বাগত জানান।
এই সাধারণ সদস্য সভায় সংগঠনের কোরাম প্রতিষ্ঠা থেকেশুরু করে নতুন সদস্যদের পরিচিতি ও ত্রৈমাসিকেসম্পাদিত প্রকল্প সম্পর্কে সভায় উপস্থিত সকলকেঅভিহিত করা হয়।
উল্লেখ্য জুনিয়র চেম্বার্স ইন্টারন্যাশনাল (জেসিআই)
১৮ থেকে ৪০ বছর বয়সী তরুণ সক্রিয় নাগরিকদের একটিআন্তর্জাতিক অলাভজনক সংস্থা যারা তাদের সমাজেঅর্থবহ প্রভাব তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ|