শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মার্কেন্টাইল ব্যাংকের শ্রদ্ধা
নিজস্ব প্রতিবেদক: স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গতকাল সোমবার মার্কেন্টাইল ব্যাংকের প্রধান কার্যালয়ের বঙ্গবন্ধু কর্ণারে নির্মিত বেদীতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোঃ কামরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহীরা এ কর্মসূচিতে অংশ নেন।
এরপর তারা বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি সম্মান প্রদর্শনে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন। শ্রদ্ধা নিবেদনে অংশ নেন ব্যাংকের এএমডি মতিউল হাসান, ডিএমডিবৃন্দ আদিল রায়হান, শামীম আহম্মদ, হাসনে আলম ও মুঃ মাহমুদ আলম চৌধুরী, সিএফও তাপস চন্দ্র পাল পিএইচডি, এসইভিপিবৃন্দ শাহ মোঃ সোহেল খুরশীদ ও মোহাম্মদ ইকবাল রেজওয়ান, কোম্পানি সেক্রেটারি আবু আসগার জি. হারুনী, মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের সিইও কে. এম. কুতুব উদ্দিন রোমেল ও এমবিএল অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের সিইও মোহাম্মদ সমির উদ্দিন সিএফএসহ অন্যান্য নির্বাহী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।