পুঁজিবাজারের লেনদেন বন্ধ থাকবে কাল
শেয়ারবাজার রিপোর্ট :সনাতন ধর্মালম্বীদের ধর্মীয় উৎসব জন্মাষ্ঠমী উপলক্ষে বৃহস্পতিবার (১৮ আগস্ট) দেশের দুই পুঁজিবাজার বন্ধ থাকবে। এরপরের দুদিন সাপ্তাহিক ছুটির কারণে শুক্র ও শনিবার পুঁজিবাজার বন্ধ থাকবে। ফলে টানা তিন দিন বন্ধ থাকার পর আগামী ২১ আগস্ট (রোববার) থেকে পুঁজিবাজারে লেনদেন আবারও শুরু হবে। ।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বৃহস্পতিবার হিন্দু ধর্মালম্বীদের জন্মাষ্ঠমী পালিত হবে। দিনটি উপলক্ষে দেশের সব সরকারি, বেসরকারি অফিস, ব্যাংক এবং আদালত বন্ধ থাকবে। একই সাথে দেশের পুঁজিবাজারের লেনদেনও বন্ধ থাকবে।