বাংলাদেশ ফাইন্যান্সের প্রতারণা মামলায় আমানত মেরিন ওয়ার্কসের পরিচালক গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ফাইন্যান্সের করা চেক প্রতারণার মামলায় আমানত মেরিন ওয়ার্কস লিমিটেডের পরিচালক হাসান মাহমুদকে গ্রেপ্তার করেছে তেজগাঁও থানা পুলিশ।
শুক্রবার রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
হাসান মাহমুদ আমানত মেরিন ওয়ার্কস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদুল ইসলাম চৌধুরীর ভাই।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হওয়া হাসান মাহমুদ আমানত মেরিন ওয়ার্কস লিমিটেডের নামে বাংলাদেশ ফাইন্যান্স থেকে ঋণ নিয়ে পরিশোধ না করায় বাংলাদেশ ফাইন্যান্স কর্তৃক দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করে পুলিশ। হাসান মাহমুদের কাছ থেকে বাংলাদেশ ফাইন্যান্সের পাওনা প্রায় ২৭ কেটি টাকা।
সূত্রের খবর, হাসান মাহমুদ ও তার পরিবার শুধু বাংলাদশ ফাইন্যান্স নয়; দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে খেলাপি হয়েছেন এবং ওইসব প্রতিষ্ঠানগুলো তার বিরুদ্ধে চেক প্রতারণা ও অর্থঋণ মামলা দায়ের করেছে।