আজ: মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩ইং, ২০শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২১ অগাস্ট ২০২২, রবিবার |

kidarkar

বিশ্বে করোনায় শনাক্ত ছাড়াল ৬০ কোটি

আন্তর্জাতিক ডেস্ক : মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে এক হাজার ২১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ছয় লাখ ২৭ হাজার ১৬৯ জন। এছাড়া একদিনে সুস্থ হয়েছেন সাত লাখ ৫৩ হাজার ৮৫২ জন।

এ নিয়ে করোনায় বিশ্বে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৪ লাখ ৭০ হাজার ৯২৬ জনে। মহামারির শুরু থেকে এ পর্যন্ত করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০ কোটি তিন লাখ ৫৮ হাজার ৮১৫ জনে। এছাড়া করোনা থেকে সেরে উঠেছেন ৫৭ কোটি ৪৫ লাখ ৯ হাজার ৬৩৬ জন।

রোববার (২১ আগস্ট) সকালে আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষে জাপান। এসময়ে দেশটিতে মারা গেছেন ২৮৩ জন। একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন দুই লাখ ৫৫ হাজার ৮১০ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো এক কোটি ৬৬ লাখ ৭৮ হাজার ৮৬৩ জনে। তাদের মধ্যে মারা গেছেন ৩৬ হাজার ৫১৭ জন। আর সুস্থ হয়েছেন এক কোটি ৪৬ লাখ ৮৫ হাজার ২৬৫ জন।

একদিনে সংক্রমণে দ্বিতীয় অবস্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া। দেশটিতে ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছেন এক লাখ ২৯ হাজার ৩৫০ জন। মারা গেছেন ৮৪ জন। এ নিয়ে দেশটিতে সংক্রমিত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো দুই কোটি ২১ লাখ ২৯ হাজার ৩৮৭ জনে এবং মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫ হাজার ৯৮০ জনে। এ পর্যন্ত করোনা থেকে সেরে উঠেছেন এক কোটি ৯৯ লাখ ছয় হাজার ৫৪৩ জনে।

করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় শীর্ষে থাকায় যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় মারা গেছেন ৪০ জন। এসময়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন ছয় হাজার ১৯০ জন। এ নিয়ে দেশটিতে শনাক্ত বেড়ে দাঁড়ালো ৯ কোটি ৫৩ লাখ ৩১ হাজার ২০ জনে। তাদের মধ্যে মারা গেছেন ১০ লাখ ৬৫ হাজার ৫৫৫ জন। সুস্থ হয়েছেন ৯ কোটি ছয় লাখ ৩১ হাজার ৮৪ জন।

তালিকায় তৃতীয় অবস্থানে থাকা ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ১৯ হাজার ৮৭০ জন। এসময়ে দেশটিতে করোনায় মৃত্যুর কোনো তথ্য পাওয়া যায়নি। এ নিয়ে দেশটিতে মোট করোনা রোগী শনাক্ত হলো তিন কোটি ৪৩ লাখ ৩৯ হাজার ৭৯২ জন। তাদের মধ্যে মারা গেছেন এক লাখ ৫৩ হাজার ৫০১ জন।

চতুর্থ অবস্থানে থাকা ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ১০৩ জন। এসময়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন ১৫ হাজার ৫৪৮ জন। এ নিয়ে দেশটিতে মোট করোনা রোগী শনাক্ত হলো তিন কোটি ৪২ লাখ ৭৯ হাজার ৭৮৫ জন। তাদের মধ্যে মারা গেছেন ছয় লাখ ৮২ হাজার ৫৬০ জন।

প্রতিবেশী দেশ ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ১০ হাজার ২০২ জন। তবে এসময়ে দেশটিতে করোনায় মৃত্যুর কোনো তথ্য পাওয়া যায়নি। এ নিয়ে ভারতে করোনায় আক্রান্ত হলেন মোট চার কোটি ৪৩ লাখ ৩৮ হাজার ৯২ জন। তাদের মধ্যে মারা গেছেন পাঁচ লাখ ২৭ হাজার ২৮৯ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ইতালিতে ৮৮ জন, রাশিয়ায় ৬৯ জন, অস্ট্রেলিয়ায় ৯১ জন, মেক্সিকোতে ৬৫ জন, ইরানে ৪৪ জন, ইন্দোনেশিয়ায় ২২ জন, পোল্যান্ডে ২১ জন, তাইওয়ানে ৩৬ জন, থাইল্যান্ডে ২৯ জন, চিলিতে ৩৯ জন, ফিলিপাইনসে ৪৭ জন, রোমানিয়ায় ২০ জন, সার্বিয়ায় ১৬ জন, নিউজিল্যান্ডে ১০ জন, গুয়েতেমালায় ৩০ জন মারা গেছেন।

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.