ডিবিএল সিরামিকসের এক্সক্লুসিভ ডিসপ্লে সেন্টার উদ্বোধন
শেয়ারবাজার ডেস্ক:রাজধানীর বারিধারায় ডিবিএল সিরামিকসের এক্সক্লুসিভ ডিসপ্লে সেন্টার উদ্বোধন করা হয়েছে। শনিবার (২০ আগস্ট) বারিধারার ব্লক- জে, সড়ক নম্বর- নয়, প্লট নম্বর- ৪০ এর গ্রাউন্ড ফ্লোরে ডিসপ্লে সেন্টারটির উদ্বোধন করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিবিএল গ্রুপের চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ, ম্যানেজিং ডিরেক্টর এম এ জব্বার, ভাইস চেয়ারম্যান এম এ রহিম, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এম এ কাদের, ডিবিএল সিরামিকসের জেনারেল ম্যানেজার মো. বায়েজিদ বাশার ও ডিবিএল সিরামিকসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর দেশ সেরা ক্রিকেটার সাকিব আল হাসান।
আরও উপস্থিত ছিলেন ডিবিএল সিরামিকসের হেড অব সেলস এম আবু হাসিব রন ও আমন্ত্রিত অতিথিরা। ডিবিএল সিরামিকসের এক্সক্লুসিভ ডিসপ্লে সেন্টারের সুবিশাল সংগ্রহ থেকে কাস্টমাররা স্বাচ্ছন্দে পছন্দের টাইলস বেছে নিতে পারবেন।
দেশজুড়ে ডিবিএল সিরামিকসের ছয়টি এক্সক্লুসিভ ডিসপ্লে সেন্টার রয়েছে। তবে ভোক্তাদের চাহিদার কথা মাথায় রেখে দিন দিন ডিসপ্লে সেন্টারের সংখ্যা আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে ডিবিএল সিরামিকসের।