বিকাশ-নগদে প্রতারণায় টাকা আত্মসাৎ, আইনজীবী গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক: রাজবাড়ীতে বিকাশ ও নগদের মাধ্যমে ডিজিটাল প্রতারণার অভিযোগে তুষার কান্তি সরকার (৩৫) নামের এক আইনজীবীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহউদ্দিন।
তুষার কান্তি সরকার রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতে আইন পেশায় নিয়োজিত। তিনি শহরের বড়পুল এলাকার নিরাপদ সরকারের ছেলে।
মো. সালাহউদ্দিন জানান, বিকাশ ও নগদের মাধ্যমে ডিজিটাল প্রতারণার পিছনে একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে এ কাজ করে আসছে। রাজবাড়ী জেলায় তুষার কান্তি সরকারের নেতৃত্বে একটি চক্র বিভিন্ন মানুষের নম্বরে কল করে প্রতারণার মাধ্যমে ওটিপি সংগ্রহ করে বিকাশ ও নগদের একাউন্ট হ্যাক করে অর্থ আত্মসাৎ করে আসছেন। ভুক্তভোগীদের অভিযোগ তদন্ত করে দেখা যায়, তুষার কান্তি সরকারের নেতৃত্বে মো. কাউসার মণ্ডল (২৩), মো. আশরাফুল ইসলাম (২৫), মো. তানভীর (১৮), সোহাগসহ (২১) চক্রটির অন্যান্য সদস্য কল করে নিজেদের বিকাশের কর্মী পরিচয় দিয়ে একাউন্ট আপডেট করার কথা বলে ওটিপি সংগ্রহ করেন। পরে সে ওটিপি দিয়ে টাকা অত্মসাৎ করেন তারা। পরে তুষার কান্তি সরকারকে আটক করা হয়।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) শাহনেওয়াজ রাজু, জেলা বিশেষ শাখার ডিআইওওয়ান সাইদুর রহমান, জেলা গোয়েন্দা শাখার ওসি প্রাণ বন্ধু চন্দ্র বিশ্বাস উপস্থিত ছিলেন।
জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি এটিএম মোস্তফা জানান, তুষার কান্তি সরকারের বিষয়ে বারের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে।