নিজস্ব প্রতিবেদক: জ্বালানি তেল ও চালের আমদানি শুল্ক কমিয়েছে সরকার।
চালের আমদানি শুল্ক অব্যাহতি দেওয়া হয়েছে। একইসঙ্গে রেগুলেটরি ডিউটি ২৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। অন্যদিকে ডিজেলের আগাম কর অব্যাহতি ও আমদানি শুল্ক ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে।
রোববার (২৮ আগস্ট) জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম স্বাক্ষরিত আদেশে এ তথ্য জানানো হয়েছে।