গালিমপুরে সোশ্যাল ইসলামী ব্যাংকের রেমিট্যান্স গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক: দেশের আর্থ-সামাজিক উন্নয়নে বৈদেশিক রেমিট্যান্স এর গুরুত্ব ও বৈধ পথে রেমিট্যান্স প্রেরণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেসম্প্রতি সোশ্যাল ইসলামী ব্যাংকের গালিমপুর শাখা, নবাবগঞ্জ, ঢাকায় রেমিট্যান্স গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব আবু রেজা মোঃ ইয়াহিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিফ রেমিট্যান্স অফিসার জনাব মোঃ মোশাররফ হোসাইন ও গালিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আজিজুর রহমান ভূঁইয়া আজিম।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের মার্কেটিং এন্ড ব্র্যান্ড কমিউনিকেশন বিভাগের প্রধান জনাব মোঃ মনিরুজ্জামান, গালিমপুর শাখার ব্যবস্থাপক মোঃ জাহাঙ্গীর আলম সহ ঊর্ধ্বতন কর্মকর্তা, সম্মানিত গ্রাহক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।