আজ: সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪ইং, ১লা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

৩১ অগাস্ট ২০২২, বুধবার |

kidarkar

আইএফআইসি ব্যাংকের মাসব্যাপী কর্মসূচীর মধ্যদিয়ে জাতির পিতার শাহাদত বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক: থাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে আইএফআইসি ব্যাংকের পক্ষ থেকে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে পালন করা হয়েছে জাতীয় শোক দিবস-২০২২।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে গত ১০ আগস্ট আইএফআইসি ব্যাংক এর প্রধান কার্যালয়ে আয়োজন করা হয় ‘স্মরণ সভা ও দোয়া মহফিল’-এর। এরই ধারাবাহিকতায় গত ১৫ আগস্ট ব্যাংক-এর প্রধান কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো ব্যাজ ধারন ও প্রধান কার্যালয়সহ দেশব্যাপী সকল শাখার মাধ্যমে বৃক্ষরোপন কর্মসূচী পরিচালনা করা হয়।

আইএফআইসি ব্যাংক-এর রংপুর, শেরপুর, নেত্রকোনা, সাতক্ষীরা, পটুয়াখালী ও রাঙামাটি শাখা সমূহের মাধ্যমে ‘মানবিক সহায়তা কার্যক্রম’ এর আওতায় প্রায় ছয় শতাধিক প্রান্তিক জানসাধারণের মাঝে নিত্য প্রয়োজনীয় সামগ্রী পৌছে দেওয়া হয়েছে এ কর্মসূচীর আওতায়। ব্যাংকের মাননীয় ব্যবস্থাপান পরিচালক ও প্রধান নির্বাহী, জনাব শাহ এ সারওয়ার, বিভিন্ন বিভাগীয় প্রধান, শাখা ব্যবস্থাপক ও কর্মীরা গত ২০ আগস্ট টুঙ্গিপাড়ায় অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধাঞ্জলী জ্ঞাপন করেন। শ্রদ্ধাঞ্জলী শেষে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।

সর্বশেষ গত ২৫ আগষ্ট ব্যাংকের ৮৩৬ তম পরিচালনা পর্ষদ সভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বিশেষ শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.