যশোর নওয়াপাড়ায় স্বপ্নর নতুন আউটলেট
নিজস্ব প্রতিবেদক : যশোর নওয়াপাড়ায় নতুন আউটলেট চালু করলো দেশের অন্যতম রিটেইল চেইন শপ ‘স্বপ্ন। বুধবার (৩১ আগস্ট) সকাল ১১টায় যশোর নওয়াপাড়ার খুলনা মেইন রোডে (হোল্ডিং নং ৪৮০)- তে নতুন এই আউটলেটের উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- স্বপ্নর এরিয়া সেলস ম্যানেজার মহিউদ্দিন মঈন, ইনভেস্টর অপূর্ব কুমার কুন্ডুসহ অনেকে।
স্বপ্নর নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির বলেন, ‘স্বপ্ন’ এখন দেশের ৪২টি জেলায়। যশোর নওয়াপাড়ায় অনেক দিন ধরেই আমরা একটি অত্যাধুনিক আউটলেট করার পরিকল্পনা করছিলাম। এখানে আমাদের সেবার পরিসর আরও বিস্তৃত হবে। আশা করছি, স্বাস্থ্যসম্মত ও নিরাপদ পরিবেশে গ্রাহকরা স্বপ্নর এ আউটলেটে নিয়মিত বাজার করবেন।
স্বপ্নর অপারেশন্স ডিরেক্টর আবু নাছের জানান, নতুন এ আউটলেটে থাকছে মাসব্যাপী নানা অফার ও হোম ডেলিভারি সেবা