সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৩০ জুন, ২০২২ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন,২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির প্রিমিয়াম আয় কমেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে,চলতি বছরে দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটি ২৫ কোটি ২৩ লাখ হাজার টাকার প্রিমিয়াম আহরণ করেছে, যা আগের বছর একই সময়ে ছিল ১০ কোটি ৪০ লাখ টাকা।
আলোচ্য সময়ে কোম্পানিটির লাইফ ফান্ডের পরিমাণ দাঁড়িয়েছে ৭০০ কোটি ১৮ লাখ টাকা। আগের বছর একই সময় লাইফ ফান্ডের পরিমাণ ছিল ৭৫০ কোটি ৫৪ লাখ টাকা।
বছরের ৬ মাসে (জানুয়ারি-জুন,২২) কোম্পানিটির প্রিমিয়াম আয় হয়েছে ৫৬ কোটি ২ লাখ টাকা। আর লাইফ ফান্ডের পরিমাণ দাড়িয়েছে ৭০০ কোটি ১৮ লাখ টাকা।
আগের বছর একই সময় কোম্পানির প্রিমিয়াম আয় ছিল ৪৬ কোটি ৮৬ লাখ টাকা। আর লাইফ ফান্ডের পরিমাণ ছিল ৭৫০ কোটি ৫৪ লাখ টাকা।