সৌদি আরবে প্রবাসীদের নিয়ে ইসলামী ব্যাংকের মতবিনিময়
নিজস্ব প্রতিবেদক : ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ৩১ আগস্ট ২০২২, বুধবার সৌদি আরবের রিয়াদে স্থানীয় এক হোটেলে প্রবাসী বাংলাদেশীদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করে।
ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোঃ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে রিয়াদে বাংলাদেশ দূতাবাসের মিশন উপপ্রধান ও ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি)-র উপ-স্থায়ী প্রতিনিধি মোঃ আবুল হাসান মৃধা, মিনিস্টার (কনস্যুলার) এস এম রকিবুল্লাহ, ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মাকসুদুর রহমান ও মিফতাহ উদ্দিনসহ সৌদি আরবে কর্মরত প্রবাসী বাংলাদেশীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।