নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত প্রতিষ্ঠান প্রাইম ব্যাংকের সঙ্গে ইউনিয়ন ক্যাপিটালের একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, প্রাইম ব্যাংক জানিয়েছে, ব্যাংকটির পরিচালনা পর্ষদের সম্মতিতে ইউনিয়ন ক্যাপিটালের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে। প্রতিষ্ঠান দুইটির মধ্যে সহযোগিতার সম্ভবনা তৈরির জন্য চুক্তি সই হয়েছে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমতি নিয়ে কোম্পানি দুইটি একে অপরের সহযোগীতায় কাজ করতে পারবে।