আজ: বৃহস্পতিবার, ০২ মে ২০২৪ইং, ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০৩ সেপ্টেম্বর ২০২২, শনিবার |

kidarkar

সাপ্তাহিক দরপতনের শীর্ষে ইউনিয়ন ক্যাপিটাল

শেয়ারবাজার রিপোর্ট : সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ১৪.৮১ শতাংশ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ১৭ কোটি ৮৭ লাখ টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন  ৩ কোটি ৫৭ লাখ ৪৯ হাজার  টাকা।

সানলাইফ ইন্স্যুরেন্স লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ১০.৮৬ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ১২ কোটি ১৯ লাখ ৩ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২ কোটি ৪৩ লাখ  টাকা।

বিডি মনোস্পুল পেপার ৯.৫৬ শতাংশ দর কমে লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- জুট স্পিনার্স, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন, আইপিডিসি ফিন্যান্স, সোনারগাঁও টেক্সটাইল, পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ও প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফিন্যান্স লিমিটেড।

১ টি মতামত “সাপ্তাহিক দরপতনের শীর্ষে ইউনিয়ন ক্যাপিটাল”

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.