সোশ্যাল ইসলামী ব্যাংক ও আইসিএবির সমঝোতা স্মারক সই
নিজস্ব প্রতিবেদক: সোশ্যাল ইসলামী ব্যাংক এবং দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) মধ্যে ডকুমেন্টস ভেরিফিকেশন সিস্টেম (ডিভিএস) সংক্রান্ত একটি সমঝোতা স্মারক সই হয়েছে।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম ও আইসিএবি’র প্রেসিডেন্ট মো. শাহাদাত হোসেন এফসিএ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন।
এসময় অন্যান্যের মধ্যে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, উপ ব্যবস্থাপনা পরিচালকরা, ফাইন্যান্সিয়াল অ্যাডমিনিস্ট্রেশন ডিভিশনের প্রধান, আইআরএমডির প্রধান, আইসিএমএবির সহ সভাপতি, কাউন্সিল সদস্য, প্রধান নির্বাহী কর্মকর্তাসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই চুক্তির ফলে সোশ্যাল ইসলামী ব্যাংক বিভিন্ন সংস্থার নিরীক্ষীত আর্থিক প্রতিবেদনের সত্যতা যাচাই করার জন্য ডিভিএস ব্যবহার করার সুযোগ পাবে।