নিজস্ব প্রতিবেদক : প্রথম ফ্ল্যাগশিপ এটিএম বুথ উদ্বোধন করেছে প্রাইম ব্যাংক লিমিটেড।
সম্প্রতি ঢাকায় ধানমন্ডি এলাকার ২৭ নম্বর রোডে প্রাইম ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও কনজ্যুমার ব্যাংকিং এর প্রধান এএনএম মাহফুজ প্রধান অতিথি হিসেবে এই এটিএম বুথের উদ্বোধন করেন।
এসময় অন্যান্যদের মধ্যে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রাইম ব্যাংক সবসময় তাঁর গ্রাহকদের সর্বোত্তম ব্যাংকিং সেবা নিশ্চিত করে আসছে। এই নতুন ফ্ল্যাগশিপ এটিএম বুথ উদ্বোধনের মাধ্যমে প্রাইম ব্যাংকের আধুনিক ব্যাংকিং সেবায় আরেকটি নতুন মাত্রা যোগ হলো।