সহযোগী কোম্পানিতে সম্পদ হস্তান্তর করবে ইবনে সিনা
নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি তার ন্যাচারল মেডিসিন ডিভিশনের সম্পদের একাংশ সহযোগী প্রতিষ্ঠান ‘ইবনে সিনা ন্যাচারাল মেডিসিন লিমিটেড’ এর কাছে হস্তান্তর করবে। এই সম্পদের আর্থিক মূল্য ২০ কোটি ৮১ লাখ ৬৯ হাজার ৬৭০ টাকা।
আজ সোমবার (৫ সেপ্টেম্বর) অনুষ্ঠিত কোম্পানি পরিচালনা পর্ষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র জানিয়েছে, কোম্পানিটির ন্যাচারাল মেডিসিনের ব্যবসা আরও ভালো ভাবে পরিচালনার জন্য এ সম্পদ হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি। ইবনে সিনা ন্যাচারাল মেডিসিন লিমিটেড ন্যাচারাল মেডিসিন উৎপাদন ও বাজারজাত সংক্রান্ত ব্যবসা পরিচালনা করছে।
এই সম্পদ হস্তান্তরের লক্ষ্যে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির তার সহযোগী কোম্পানি ইবনে সিনা ন্যাচারাল মেডিসিন লিমিটেডের সাথে একটি চুক্তি হয়েছিলো। আজ অনুষ্ঠিত কোম্পানি পরিচালনা পর্ষদের বৈঠকে সেই চুক্তির অনুমোদন দেয়া হয়েছে।
উল্লেখ, ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি তার সহযোগী কোম্পানি ইবনে সিনা ন্যাচারাল মেডিসিন লিমিটেডের ৯৯ দশমিক ৯৯ শতাংশ শেয়ারের মালিক।