পুঁজিবাজারে কমেছে বিদেশি বিনিয়োগকারী
নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ মন্দা কাটিয়ে সম্প্রতি দেশের পুঁজিবাজারে কিছুটা ঊর্ধ্বমুখীতার দেখা মিলেছে। এই ঊর্ধ্বমুখী বাজারে গত এক মাসে দেশি বিনিয়োগকারীর সংখ্যা বেড়েছে প্রায় ১১ হাজার। তবে কমেছে বিদেশি বিনিয়োগকারীর সংখ্যা। একদিকে দেশি বিনিয়োগকারীর সংখ্যা বাড়া, অন্যদিকে বিদেশি বিনিয়োগকারীর সংখ্যা কমায় গত এক মাসে বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবের সংখ্যা বেড়েছে ১০ হাজারের ওপরে।
সেন্ট্রাল ডিপোজিটরি অব বাংলাদেশের (সিডিবিএল) তথ্য অনুযায়ী, জুলাই মাসের শেষ কার্যদিবস বা ৩১ জুলাই বিও হিসাব ছিল ১৮ লাখ ৩৩ হাজার ৮৮৪টি, যা বেড়ে এখন (৫ সেপ্টেম্বর) দাঁড়িয়েছে ১৮ লাখ ৪৪ হাজার ৫৮টিতে। অর্থাৎ গেলো এক মাসে ১০ হাজার ১৭৪টি বিও হিসাব বেড়েছে।
তথ্য অনুযায়ী, বর্তমানে পুরুষ বিনিয়োগকারীদের বিও হিসাব আছে ১৩ লাখ ৭৬ হাজার ৭২১টি। জুলাই শেষে এই সংখ্যা ছিল ১৩ লাখ ৬৮ হাজার ৯৬৫টি। অর্থাৎ এক মাসের ব্যবধানে পুরুষ বিনিয়োগকারীদের হিসাব ৭ হাজার ৭৫৬টি বেড়েছে।
বর্তমানে নারী বিনিয়োগকারীদের বিও হিসাব দাঁড়িয়েছে ৪ লাখ ৫১ হাজার ৩৮৪টি। জুলাই শেষে এই সংখ্যা ছিল ৪ লাখ ৪৯ হাজার ১০৫টি। এ হিসাবে এক মাসে নারী বিনিয়োগকারীদের বিও হিসাব বেড়েছে ২ হাজার ২৭৯টি।
গত এক মাসে কোম্পানি বিও হিসাব বেড়েছে ১৩৯টি। বর্তমানে কোম্পানি বিও হিসাব রয়েছে ১৫ হাজার ৯৫৩টি। জুলাই শেষে এই সংখ্যা ছিল ১৫ হাজার ৮১৪টিতে।
এদিকে ব্যক্তি বিনিয়োগকারীদের মধ্যে বর্তমানে দেশি বিনিয়োগকারীদের নামে বিও হিসাব আছে ১৭ লাখ ৬৪ হাজার ৬৮২টি। যা জুলাই শেষে ছিল ১৭ লাখ ৫৩ হাজার ৮০৯টি। অর্থাৎ এক মাসে দেশি বিনিয়োগকারীদের বিও হিসাব বেড়েছে ১০ হাজার ৮৭৩টি।
অন্যদিকে বর্তমানে বিদেশি বিনিয়োগকারীদের নামে বিও হিসাব রয়েছে ৬৩ হাজার ৪২৩টি। জুলাই শেষে বিদেশি বিনিয়োগকারীদের বিও হিসাব ছিল ৬৪ হাজার ২৬১টিতে। অর্থাৎ এক মাসে বিদেশি বিনিয়োগকারীদের বিও হিসাব কমেছে ৮৩৮টি।