দর বাড়ার শীর্ষে সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ
শেয়ারবাজার রিপোর্ট : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ লিমিটেড । আজ শেয়ারটির দর বেড়েছে ৬ টাকা ৮০ পয়সা বা ১০ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ ৭৪ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেচে, কোম্পানিটি ১ হাজার ৯৯২ বারে ১৬ লাখ ৮৫ হাজার ৮৩টি শেয়ার লেনদেন করে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বসুন্ধরা পেপার মিলস লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ৬ টাকা ৬০ পয়সা বা ৯.৯২ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ৭৩ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।
তালিকার তৃতীয় স্থানে রয়েছে ওরিয়ন ফার্মা লিমিটেড। আজ কোম্পানিটির ৯ টাকা ৬০ পয়সা বা ৯.৯১ শতাংশ বেড়েছে।
গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সী পার্ল বীচ,বিকন ফার্মা, ওরিয়ন ইনফিউশন, হাক্কানি পাল্প, কোহিনুর কেমিক্যাল, আরএসআরএম স্টিল ও জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড।