আজ: রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪ইং, ৩০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

০৭ সেপ্টেম্বর ২০২২, বুধবার |

kidarkar

রিং শাইন ইস্যু নিয়ে ৫ ব্যাংকের সাথে বিএসইসি‘র বৈঠকে আজ

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত রিং শাইন টেক্সটাইল লিমিটেডের ইস্যু নিয়ে আজ বুধবার (৭ সেপ্টেম্বর) দেশি-বিদেশি পাঁচ ব্যাংকের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক বসবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। রাজধানীর আগারগাঁওয়ে কমিশন ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, পাঁচ ব্যাংকের প্রতিনিধি ছাড়াও বৈঠকে বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন অথরিটির (বেপজা) প্রতিনিধি ও রিং শাইনের পরিচালনা পর্ষদের সদস্যদের উপস্থিত থাকার কথা রয়েছে। স্টেকহোল্ডারদের সঙ্গে বৈঠকে রিং শাইনের বিদ্যমান পরিস্থিতি নিয়ে আলোচনা করা হবে। এই বৈঠকে যেসব প্রতিষ্ঠান রিং শাইন অধিগ্রহণ করতে চায়, তাদের সমস্যা ও সম্ভাবনার বিষয়েও আলোচনা হতে পারে।

বৈঠকে যেসব ব্যাংকের প্রতিনিধি থাকবে, সেগুলোর মধ্যে আছে—প্রিমিয়ার ব্যাংক, ওয়ান ব্যাংক, ঢাকা ব্যাংক, ইস্টার্ন ব্যাংক ও উরি ব্যাংক লিমিটেড। রিং শাইন কোম্পানিটি সম্পর্কে ভালো জানেন, এমন প্রতিনিধিকে পাঠাতে ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে বিএসইসি।
২০১৮ সালের ১২ মার্চ বিএসইসি রিং শাইন টেক্সটাইলসকে আইপিওর মাধ্যমে পুঁজিবাজার থেকে টাকা তোলার অনুমোদন দেয়। কোম্পানিটি যন্ত্রপাতি ও কলকব্জা ক্রয়, ঋণ পরিশোধ এবং আইপিও খরচ খাতে ব্যয় করতে শেয়ারবাজারে ১৫ কোটি সাধারণ শেয়ার ছেড়ে ১৫০ কোটি টাকা তোলে। ২০১৯ সালের ১২ ডিসেম্বর পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় কোম্পানিটি। তবে, লোকসানের কারণে এক বছরের মধ্যে ২০২০ সালের শেষদিকে কোম্পানিটির উৎপাদন বন্ধ হয়ে যায়। পরবর্তীতে কোম্পানিকে উৎপাদনে ফেরাতে কয়েক দফায় পদক্ষেপ নেয় নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। প্রথম দফায় কোম্পানির পর্ষদ পুনর্গঠন করা হয়। দ্বিতীয় দফায় আইপিওর ফান্ড ব্যবহারে অনুমোদন এবং ভুয়া প্লেসমেন্ট শেয়ার বাদ দেওয়ার সিদ্ধান্ত হয়। রিং শাইনের উৎপাদন শুরু করতে সর্বাত্মক সহযোগিতা করে বেপজা। দীর্ঘদিন উৎপাদন বন্ধ থাকার পর রিং শাইন টেক্সটাইলস মিলস গত বছরের ১৩ জুন থেকে ২৫ শতাংশ উৎপাদনে ফিরে।

এদিকে, উৎপাদনে ফেরার পর কোম্পানিটিকে অধিগ্রহণ করতে চায় একাধিক প্রতিষ্ঠান। এর মধ্যে প্রথমে রিং শাইনকে অধিগ্রহণ করতে আগ্রহ প্রকাশ করে ইউনিয়ন গ্রুপ। পরবর্তীতে ইউনিয়ন গ্রুপ তাদের সিদ্ধান্ত থেকে সরে আসে। বর্তমানে রিং শাইনকে অধিগ্রহণ করতে চায় ওয়াইজ স্টার টেক্সটাইল মিলস, যা শেয়ারবাজারে তালিকাভুক্ত কুইন সাউথ টেক্সটাইল মিলসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওয়াং জেমির মালিকানাধীন প্রতিষ্ঠান।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.