সেপ্টেম্বরের ছয়দিনে ডেঙ্গুতে ১০ মৃত্যু, আক্রান্ত ১২১৬
ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছেই। দীর্ঘ হচ্ছে মৃত্যুর সারিও। এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত আগস্ট মাসে ৩ হাজার ৫২১ জন রোগী হাসপাতালে ভর্তি হন। সেপ্টেম্বরে রোগী ভর্তির এ হার আরও বেড়েছে। চলতি মাসের প্রথম ছয় দিনেই (১-৬ সেপ্টেম্বর) হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ২১৬ জন ডেঙ্গুরোগী।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক বিবৃতিতে এসব তথ্য উঠে এসেছে।বিবৃতিতে বলা হয়েছে, এ বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৩১ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে আগস্টে মারা গিয়েছেন ১১ জন।
সেপ্টেম্বরের প্রথম ছয় দিনে মারা গেছেন ১০ জন। যেখানে ৫ সেপ্টেম্বর তিনজন ও ৬ সেপ্টেম্বর মারা যান ৫ জন। গত জুন মাসে ডেঙ্গুতে একজন ও জুলাইয়ে মারা গিয়েছিল ৯ জন।
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা যাওয়া ৩১ জনের মধ্যে চট্টগ্রাম বিভাগে রয়েছেন ১৬ জন। যাদের সবাই কক্সবাজারে জেলার বাসিন্দা ছিলেন। এছাড়া ঢাকা মহানগরীতে মারা গেছেন ১৩ জন। বরিশালে মারা যান দুজন।
গতকাল মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে মোট ৮৫০ জন ভর্তি রয়েছেন। তাদের মধ্যে ঢাকার ৪৭টি সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৭১১ জন। ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ১৩৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছর ১ জানুয়ারি থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৭ হাজার ৩৯৭ জন। এরমধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৬ হাজার ৫১৬ জন।
এসময়ে ঢাকায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬ হাজার ৪৮ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫ হাজার ৩২৪ জন। ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ১ হাজার ৩৪৯ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ১৯২ জন।