বাংলাদেশ ইউনিভার্সিটির সিন্ডিকেট সভা অনুষ্ঠিত।
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ইউনিভার্সিটির ১২তম সিন্ডিকেট সভা ৬ সেপ্টেম্বর ২০২২ রোজ মঙ্গলবার ঢাকার আদাবরস্থ ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। সভায় সভপতিত্ব করেন সিন্ডিকেট চেয়ারম্যান, বাংলাদেশ ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মেসবাহ কামাল।
সভায় শিক্ষা মন্ত্রণালয়ের মনোনীত সদস্য অতিরিক্ত সচিব খালেদা আক্তার, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের মনোনীত সদস্য বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. এম. বদরুজ্জামান ভ‚ইয়া, ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্ট্রিজের মনোনীত সদস্য ইঞ্জিনিয়ার মশিহ উর রহমান, ডাঃ সাগুপ্তা মাহমুদ ও শাহনীলা আজহার, বিইউ’র একাডেমিক কাউন্সিল মনোনীত সদস্য সাদিক ইকবাল ও ড. মোছা: লুবনা জাহান এবং বাংলাদেশ ইউনিভার্সিটির কোষাধ্যক্ষ কামরুল হাসান ও রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাহবুবুল হক (অবঃ) উপস্থিত ছিলেন।
সিন্ডিকেট সভায় গত ১০ আগষ্ট ২০২২ অনুষ্ঠিত বিইউ’র একাডেমিক কাউন্সিলের ২৪ তম সভায় গৃহীত সিদ্ধান্তসমূহের অনুমোদন এবং শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগের অনুমোদনসহ অন্যান্য গুরত্বপূর্ণ বিষয়ে আলোচনা এবং সিদ্ধান্ত গৃহীত হয়।