বেসিক ব্যাংকের পটুয়াখালী উপ-শাখার উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক : পটুয়াখালীর থানা পাড়া সড়কের মমতাজ সুপার মার্কেটে রাষ্ট্রীয় মালিকানাধীন বেসিক ব্যাংকের উপশাখা চালু করা হয়েছে। বুধবার (৭ সেপ্টেম্বর) বরিশাল বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. আমিন উল আহসান প্রধান অতিথি হিসেবে উপ-শাখাটি উদ্বোধন করেন।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. আনিসুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পটুয়াখালীর জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ কামাল হোসেন, পুলিশ সুপার (এসপি) মো. সাইদুল ইসলাম, পটুয়াখালী পৌরসভার মেয়র মহিউদ্দিন আহমেদ, বেসিক ব্যাংক পরিচালনা পর্ষদের পরিচালক মো. রাজীব পারভেজ ও ড. মো. আবদুল খালেক খান।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. আ. রহিম, কোম্পানি সচিব মো. হাসান ইমাম, সাধারণ সেবা বিভাগের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ ইউসুফ, বরিশাল শাখার ব্যবস্থাপক মো. রায়হান আলী, উপ-শাখাটির নিয়ন্ত্রণকারী ও মহিপুর শাখার ব্যবস্থাপক মো. মাহফুজুর রহমান, উপ-শাখার ব্যবস্থাপক মো. আসাদুজ্জামানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।