ডিএসইর প্রশ্নের ব্যাখ্যা দিয়েছে ন্যাশনাল টি
নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ন্যাশনাল টি দৈনিক ’প্রথম আলো’ সংবাদপত্রে প্রকাশিত সংবাদের ব্যাখ্যা জানিয়েছে। গত ৭ সেপ্টেম্বর ডিএসই ন্যাশনাল টি কোম্পানিকে এ সংক্রান্ত একটি চিঠি পাঠায়।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, প্রথম আলোতে কোম্পানির মূল্য সংবেদনশীল তথ্য ক্যাপিটাল ইস্যু নিয়ে খবর প্রকাশিত হয়। কোম্পানিটি ইতোমধ্যে শেয়ার ক্যাপিটাল বৃদ্ধি সংক্রান্ত একটি খবর নিয়ন্ত্রক সংস্থাকে জানিয়েছে।
কোম্পানিটি আরও জানায়, আলোচ্য সংবাদপত্রে প্রকাশিত খবরটি ভিন্ন, ন্যাশনাল টির প্রকাশিত তথ্য থেকে। প্রকাশিত সংবাদের সাথে কোম্পানির কোনো যোগাযোগ নেই।