যশোরের প্রান্তিক কৃষকদের ঋণ দিচ্ছে এমটিবি
নিজস্ব প্রতিবেদক : মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) যশোরের বাঘারপাড়ায় এক উন্মুক্ত ঋণ বিতরণ অনুষ্ঠান আয়োজন করেছে।
আর্থিক অন্তর্ভুক্তিমূলক কর্মসূচীর আওতায় এ অনুষ্ঠানে ১০ টাকার হিসাবধারী প্রান্তিক কৃষকদের মাঝে গরু মোটাতাজাকরণ কর্মকান্ডের জন্য প্রয়োজনীয় ঋণের চেক হস্তান্তর করে। এখানে উল্লেখ্য যে, এমটিবি পুরো বছর জুড়ে উত্তর বঙ্গের একাধিক জেলায় প্রান্তিক কৃষকদের জন্য এ ধরনের অনুষ্ঠান আয়োজন করেছে।
অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এস. এম. হাসান রেজা, খুলনা কার্যালয় ও বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. রুহুল আমিন।
অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন এমটিবির উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চীফ বিজনেস অফিসার মো. খালিদ মাহমুদ খান।
এছাড়া অন্যান্যদের মধ্যে প্রান্তিক কৃষকবৃন্দ, স্থানীয় সরকারের জনপ্রতিনিধিগণ, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি)-এর আব্দুল মান্নান, হেড অব ব্রাঞ্চ ব্যাংকিং ডিভিশন-১, সঞ্জীব কুমার দে, হেড অব এসএমই এবং এমটিবির অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।