এফএসআইবিএল’র বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক: ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের সিলেট অঞ্চলের কর্মকর্তাদের নিয়ে দিনব্যাপী এসএমই ও কৃষি বিনিয়োগ লক্ষ্যমাত্রা অর্জন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী প্রধান অতিথি হিসেবে উক্ত কর্মশালার উদ্বোধন করেন।
কর্মশালায় কটেজ, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারী খাত এবং কৃষি খাতে বাংলাদেশ ব্যাংক কর্তৃক নির্ধারিত বিনিয়োগ লক্ষ্যমাত্রা ও তা অর্জনে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মোস্তফা খায়ের, উপব্যবস্থাপনা পরিচালক মো. মাসুদর রহমান শাহ, মানবসম্পদ বিভাগের প্রধান কাজী মোতাহের হোসেন, ইন্টারন্যাশনাল ডিভিশনের প্রধান এস এম আজহারুল ইসলাম, ব্যাংকের এসএমই ও এগ্রিকালচারাল ইনভেস্টমেন্ট ডিভিশনের প্রধান সাফায়াত আহমেদ চৌধুরী, সিলেটের আঞ্চলিক প্রধান ফয়সাল আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।