মার্কেন্টাইল ব্যাংকে সিআইবি অনলাইন রিপোর্টিং প্রশিক্ষণ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক: মার্কেন্টাইল ব্যাংকে সম্প্রতি ‘সিআইবি অনলাইন রিপোটির্ং অ্যান্ড ইটস ইমপ্যাক্ট অন ক্রেডিট জাজমেন্ট’ শীর্ষক ভার্চুয়াল প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
মার্কেন্টাইল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট আয়োজিত এ প্রশিক্ষণে ব্যাংকের বিভিন্ন শাখার ১০৪ জন কর্মকর্তা অংশ নেন। ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিওও মু. মাহমুদ আলম চৌধুরী প্রশিক্ষণটি উদ্বোধন করেন।
উদ্বোধনী বক্তব্যে তিনি, সিআইবি অনলাইন রিপোর্টিং সংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন্স যথাযথভাবে অনুসরণের জন্য প্রশিক্ষণার্থীদের নির্দেশনা দেন। ব্যাংকের এসভিপি ও এমআইএস ডিভিশনের প্রধান মোঃ গোলাম কিবরিয়া ও একই বিভাগের ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ সেশন পরিচালনা করেন।
মার্কেন্টাইল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল জাভেদ তারিক প্রশিক্ষণটি সঞ্চালনা করেন।