এনসিসি ব্যাংকে “সাস্টেইনেবল ফাইন্যান্সঃ চ্যালেঞ্জ এন্ড অপরচুনিটিস্” শীর্ষক গোলটেবিল আলোচনা
নিজস্ব প্রতিবেদক: এনসিসি ব্যাংকে “সাস্টেইনেবল ফাইন্যান্সঃ চ্যালেঞ্জ এন্ড অপরচুনিটিস্” শীর্ষক এক গোলটেবিল আলোচনা সভা সম্প্রতি ব্যাংকের ট্রেনিং ইন্সিটিটিউটে অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে বাংলাদেশ ব্যাংকের সাস্টেইনেবল ফাইন্যান্স বিভাগের পরিচালক খন্দকার মোরশেদ মিল্লাত প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন। এনসিসি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক খন্দকার নাইমুল কবির, উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ মোঃ রাফাত উল্লা খান, মোঃ মাহবুব আলম, মোঃ জাকির আনাম ও এম আশেক রহমান, ঢাকা বিভাগের বিভিন্ন কর্পোরেট শাখার ব্যবস্থাপকবৃন্দ, প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগীয় প্রধানগণসহ মোট ৪০ জন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা আলোচনায় অংশগ্রহণ করেন।
বাংলাদেশ ব্যাংকের সাস্টেইনেবল ফাইন্যান্স বিভাগের পরিচালক খন্দকার মোরশেদ মিল্লাত বর্তমান প্রেক্ষাপটে সবুজ ও টেকসই অর্থায়নের গুরুত্ব তুলে ধরেন এবং বিভিন্ন সেক্টরে অর্থায়নের ক্ষেত্রে পরিবেশগত দিক বিবেচনার কথা উল্লেখ করে ব্যাংকিং সেক্টরসহ সকল আর্থিক প্রতিষ্ঠানের এ বিষয়ে আরো বেশি সচেতন হওয়ার পরামর্শ দেন। বৈঠকে এনসিসি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক খন্দকার নাইমুল কবির, সবুজ ও টেকসই অর্থায়ন বিষয়ে অনবদ্য ভূমিকার কারণে প্রধান আলোচক খন্দকার মোরশেদ মিল্লাতকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করেন।