সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ওরিয়ন ফার্মা
নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে (১৮-২২ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষস্থান দখল করেছে ওরিয়ন ফার্মা। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১ হাজার ২৪০ কোটি ৪৭ লাখ ৯৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা করে এই তথ্য জানা গেছে।
সপ্তাহজুড়ে কোম্পানিটির ৮ কোটি ৭৫ লাখ ৩৮ হাজার ৭০টি শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৭.২৯ শতাংশ।
লেনদেন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বেক্সিমকো লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৮ কোটি ১৮ লাখ ৭৮ হাজার ৯১৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১ হাজার ১৩৬ কোটি ৭৩ লাখ ৮৯ হাজার টাকা।
তালিকার তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৩ কোটি ২ লাখ ৪৯২টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৪৭৯ কোটি ৭০ লাখ ৪১ হাজার টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে জেএমআই হসপিটালের ৩৫৮ কোটি ৩ লাখ ৬৩ হাজার টাকার, লাফার্জ হোলসিমের ২৪২ কোটি ৯১ লাখ ৫৫ হাজার টাকার, ইউনিক হোটেলের ২০২ কোটি ৮০ লাখ ২৩ হাজার টাকার, ইস্টার্ন হাউজিংয়ের ১৯৭ কোটি ৬০ লাখ ৪০ হাজার টাকার, একমি ল্যাবরেটরিজের ১৯৭ কোটি ৫৬ লাখ ৭৭ হাজার টাকার, শাইনপুকুর সিরামিকসের ১৯১ কোটি ৭৩ লাখ ৯৮ হাজার টাকার, শাহজিবাজার পাওয়ারের ১৮৬ কোটি ৬২ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।