তালাবদ্ধ ঘরে থেকে বৃদ্ধ দম্পতির রক্তাক্ত মরদেহ উদ্ধার
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌরসভায় বসতঘর থেকে হাত-মুখ বাঁধা অবস্থায় বৃদ্ধ দম্পতির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে পৌরসভার পুরাতন বাজারপাড়া থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। বৃদ্ধ দম্পতি হলেন- নজির উদ্দিন (৭০) ও তার স্ত্রী ফরিদা খাতুন (৬০)।
পুলিশ জানায়, শুক্রবার থেকে দম্পতির জামাতা অহিদুলসহ পরিবারের সদস্যরা তাদের ফোন করে না পেয়ে বাড়িতে এসে তালাবদ্ধ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা তালা ভেঙে দুজনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গোসলখানা থেকে বৃদ্ধের হাত বাঁধা ও ঘরের ভেতর থেকে বৃদ্ধার মুখ বাঁধা মরদেহ পাওয়া যায়। বৃদ্ধার পাশে পড়ে থাকা ছোট কাঁচি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে ক্ষত করা হয়েছে। পিবিআই ও সিআইডিকে খবর দেওয়া হয়েছে।