শান্তা হোল্ডিংস ও শান্তা লাইফস্টাইলের সাথে এমপ্লয়ি ব্যাংকিং চুক্তি স্বাক্ষর করেছে ব্র্যাক ব্যাংক
নিজস্ব প্রতিবেদক : ব্র্যাক ব্যাংক শান্তা গ্রুপের দু’টি প্রতিষ্ঠান – শান্তা হোল্ডিংস লিমিটেড ও শান্তা লাইফস্টাইল লিমিটেডের – সাথে এমপ্লয়ি ব্যাংকিং চুক্তি স্বাক্ষর করেছে।
এই চুক্তি অনুযায়ী এই প্রতিষ্ঠান দু’টির কর্মকর্তাবৃন্দ ব্র্যাক ব্যাংক-এর মাধ্যমে বেতন গ্রহণের পাশাপাশি এমপ্লয়ি ব্যাংকিংয়ের সব ধরনের সেবা ও বিশেষায়িত সুবিধা উপভোগ করবেন।
২১ সেপ্টেম্বর ২০২২ ঢাকায় চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে শান্তা গ্রুপের পক্ষ থেকে উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ডিরেক্টর, গ্রুপ ফাইন্যান্স এম. আনিসুল হক এফসিএমএ, শান্তা হোল্ডিংস লিমিটেডের সিইও এম. হাবিবুল বাসিত, শান্তা হোল্ডিংস লিমিটেডের সিনিয়র জেনারেল ম্যানেজার (হেড অব অ্যাডমিন
অ্যান্ড এইচআর) ইরশাদুর রহমান এবং শান্তা লাইফস্টাইল লিমিটেডের সিইও দেওয়ান এম. সাজিদ আফজাল।
ব্র্যাক ব্যাংক-এর হেড অব রিটেইল ব্যাংকিং মোঃ মাহীয়ুল ইসলাম, হেড অব এমপ্লয়ি ব্যাংকিং খন্দকার এমদাদুল হক, এরিয়া হেড, ঢাকা ওয়েস্ট রিজিওন আনিসুর রহমান উপস্থিত ছিলেন।