পঞ্চগড়ে নৌকাডুবিতে ২৪ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ১৫
শেয়ারবাজার ডেস্ক:
হাসপাতালে আরও ৪৪০ ডেঙ্গু রোগী নাগরিকদের মৃত্যুর মুখে পাঠাচ্ছে পুতিন: জেলেনস্কি রহিমা বেগমকে মরিয়মের জিম্মায় দেওয়ার নির্দেশ বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলোকে কল সেন্টার করার নির্দেশ ২২ দিনে ১২৬ কোটি ৫৪ লাখ ডলার পাঠালেন প্রবাসীরা ইডেন ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০ দুই বান্ধবীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৪ সরকারি চাকরির নিয়োগ পরীক্ষার ফি বাড়ল অতিরিক্ত জেলা জজ হিসেবে ১১২ বিচারকের পদোন্নতি দেশীয় প্রজাতির মাছ-শামুক সংরক্ষণে সম্মিলিত প্রচেষ্টা নিতে হবে: মন্ত্রী
পঞ্চগড়ে নৌকাডুবিতে ২৪ জনের মৃত্যু, নিখোঁজ ১৫
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৯-২৫ ১৭:০৩:২৯ আপডেট: ২০২২-০৯-২৫ ১৭:২৪:৪৬
পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীতে নৌকা ডুবে ২৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। জেলা পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা এ তথ্য নিশ্চিত করেছেন।
রোববার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার মাড়েয়া ইউনিয়নের আওলিয়া ঘাটে এ দুর্ঘটনা ঘটে। এখনো ১৫ জনের বেশি নিখোঁজ রয়েছেন।
ধারণা করা হচ্ছে, মৃতের সংখ্যা বাড়তে পারে।
ঘটনাস্থলে ১৭ জনের লাশ রয়েছে, বাকিদের লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
স্থানীয়রা জানান, মহালয়ার অনুষ্ঠানের যাত্রী ছিলেন সবাই। তারা আওলিয়া ঘাট থেকে করতোয়া নদী পার হচ্ছিলেন। নৌকায় নারী ও শিশুর সংখ্যা বেশি থাকায় মৃত্যু বেশি হয়েছে বলে দাবি স্থানীয়দের।
বোদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাজিউর রহমান রাজু হাসপাতালে সাতজনের লাশ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।