যমুনা ব্যাংকের দুইটি উপশাখা উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক : আধুনিক ও যুগোপযোগী ব্যাংকিং সেবার প্রত্যয় নিয়ে যমুনা ব্যাংক লিমিটেড মাদারিপুরের “ভূরঘাটা উপশাখা” ও রাজবাড়ীর “জামালপুর বাজার উপশাখা” উদ্বোধন করে।
দুটি উপশাখার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক লিমিটেড ও যমুনা ব্যাংক ফাউন্ডেশন এর চেয়ারম্যান নূর মোহাম্মদ। সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদ। এ সময় আরো উপস্থিত ছিলেন স্থানীয় জন-প্রতিনিধিগণ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রধান কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ ও বিপুল সংখ্যক গ্রাহকবৃন্দ। এসময় ব্যাংকের চেয়ারম্যান নূর মোহাম্মদ উপস্থিত সকলকে ব্যাংকের প্রতি আগ্রহ বাড়ার পাশাপাশি ব্যাংকিং সেবার মান উন্নয়ন ও অর্থনৈতিক কর্মকান্ডকে আরো গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।