জয়ের জন্মদিনে শাকিবের বাসায় অপু
বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান ও নায়িকা অপু বিশ্বাসের ছেলে আব্রাম খান জয়। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতার একটি হাসপাতালে তার জন্ম। সেই হিসেবে মঙ্গলবার ৬ বছর পূর্ণ করেছে এই ‘স্টার কিড’।
বাবা শাকিব খান ও মা অপু বিশ্বাসের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যাওয়ায় এখন দুজনের সঙ্গে ভাগ করেই সময় কাটে জয়ের। তবে এদিন (২৭ সেপ্টেম্বর) জয়ের জন্মদিনে মিলল ভিন্ন ইঙ্গিত। ছেলের জন্মদিন উদযাপনের দিকে শাকিব খানের বাড়িতে দেখা যায় অপু বিশ্বাসকে।
শাকিব খানের বাসায় জয়ের কেক কাটার আনন্দঘন মুহূর্তের বেশ কিছু ছবি নিজের ফেসবুক পেজে শেয়ার করেন অপু বিশ্বাস। ক্যাপশনে লেখেন, ‘সুখী পরিবারের কিছু মুহূর্ত। আমাদের জন্য সবাই দোয়া করবেন।’ ছবিতে দেখা যায় জয়কে কেক খাইয়ে দিচ্ছেন শাকিব খান ও অপু বিশ্বাস।
এর আগে এদিন সামাজিক মাধ্যমে ছেলেকে জন্মদিনের শুভেচ্ছা জানান শাকিব খান ও অপু বিশ্বাস। শাকিব খান জয়কে নিয়ে স্ট্যাটাস দেওয়ার পরই দীর্ঘদিন ধরে তার সঙ্গে প্রেমের গুঞ্জনের পালে নতুন করে হাওয়া দেন নায়িকা বুবলী। নিজের বেবি বাম্প স্পষ্ট ছবি পোস্ট করে ক্যাপশনে নায়িকা লেখেন, ‘মি উইথ মাই লাইফ।’ এরপর অনেকগুলো ভালোবাসার ইমোজি। তার ওপরে হ্যাশট্যাগে লেখা ‘থ্রোব্যাক আমেরিকা’।