স্বপ্ন এখন মুগদায়
নিজস্ব প্রতিবেদক : রিটেইল চেইন শপ স্বপ্ন এখন রাজধানীর মুগদা হাসপাতাল রোডে। বুধবার (২৮ সেপ্টেম্বর) নতুন এই আউটলেটের উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ব্যবসায়ী এবং ফ্র্যাঞ্চাইজি পার্টনার কামাল উদ্দিন, তাসমীন আরা সিমি, স্বপ্ন’র হেড অব এক্সপ্যানশন মো. শামসুজ্জামান, স্বপ্নর জোনাল ম্যানেজার জায়েদ ইমাম, আউটলেট ম্যানেজার মোস্তফা কামালসহ অনেকে।
এটি স্বপ্নের ২৪৫ তম আউটলেট। স্বপ্ন’র নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির বলেন, স্বপ্ন এখন দেশের ৪২টি জেলায়। মুগদায় আমাদের সেবার পরিসর আরও বিস্তৃত হবে।
স্বপ্নের অপারেশন্স ডিরেক্টর আবু নাছের জানান, নতুন এ আউটলেটে থাকছে মাসব্যাপী নানা অফার ও হোম ডেলিভারি সেবা।