আজ: সোমবার, ২৭ মার্চ ২০২৩ইং, ১৩ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, ৪ঠা রমজান, ১৪৪৪ হিজরি

সর্বশেষ আপডেট:

২৮ সেপ্টেম্বর ২০২২, বুধবার |


kidarkar

স্টক ব্রোকার-ডিলার সনদ পেল দুই প্রতিষ্ঠান


শেয়ারবাজার রিপোর্ট : ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সদস্য দুই ট্রেকহোল্ডারকে স্টক ব্রোকার এবং স্টক ডিলার রেজিস্ট্রেশন সনদ প্রদান করা হয়েছে। প্রতিষ্ঠান দুইটি হলো : উইংসফিন লিমিটেড এবং তাকাফুল ইসলামী সিকিউরিটিজ লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, উইংসফিন লিমিটেডকে স্টক ব্রোকার ও স্টক ডিলার রেজিষ্ট্রেশন সনদ প্রদান করা হয়েছে। গত ২২ মার্চ প্রতিষ্ঠানটিকে এই দুই সনদ প্রদান করা হয়েছে। প্রতিষ্ঠানটির স্টক ব্রোকার রেজিস্ট্রেশন সনদ নম্বর হচ্ছে : ৩.১/ডিএসই-২৯৯/২০২২/৬০৯ এবং স্টক ডিলার রেজিস্ট্রেশন সনদ নম্বর হচ্ছে : ৩.১/ডিএসই-২৯৯/২০২২/৬১০।

এদিকে তাকাফুল ইসলামী সিকিউরিটিজের স্টক ব্রোকার রেজিষ্ট্রেশন সনদ নম্বর হচ্ছে : ৩.১/ডিএসই-২৭০/২০২২/৬২৭ এবং স্টক ডিলার রেজিস্ট্রেশন সনদ নম্বর হচ্ছে : ৩.১/ডিএসই-২৭০/২০২২/৬২৮। প্রতিষ্ঠানটিকে গত ১২ জানুয়ারি এই সনদ প্রদান করা হয়েছে। গত ১৬ জুন কোম্পানিটিকে এই দুই সনদ প্রদান করা হয়েছে।


১ টি মতামত “স্টক ব্রোকার-ডিলার সনদ পেল দুই প্রতিষ্ঠান”

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.