বাংলাদেশ ব্যাংক এবং মার্কেন্টাইল ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর
নিজস্ব প্রতিবেদক : গম ও ভুট্টার উৎপাদন বৃদ্ধিতে গঠিত এক হাজার কোটি টাকার পুনঅর্থায়ন স্কিমে বাংলাদেশ ব্যাংকের সাথে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের একটি অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
গত ২৫ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের সম্মেলন কক্ষে ডেপুটি গভর্নর এ কে এম সাজেদুর রহমান খানের উপস্থিতিতে চুক্তিপত্র হস্তান্তর করেন বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগের পরিচালক মোঃ আবুল কালাম আজাদ ও মার্কেন্টাইল ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিবিও হাসনে আলম।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগের যুগ্মপরিচালক মোঃ হাসান চিশতী, উপপরিচালক মার্জিয়া আক্তার, মার্কেন্টাইল ব্যাংকের এগ্রিকালচার ক্রেডিট ডিভিশনের প্রধান মোহাম্মদ সফরুজ্জামান খানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।