বিদেশি ঋণের সুদহার বাড়ল
নিজস্ব প্রতিবেদক : দেড় মাসের মাথায় বৈদেশিক মুদ্রার ঋণের সুদহার ৫০ বেসিস পয়েন্ট বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বৈদেশিক মুদ্রায় স্বল্প মেয়াদে বিনিয়োগে সুদহার হবে সিকিউরড ওভারনাইট ফাইন্যান্সিং রেট বা এসওএফআরের সঙ্গে সর্বোচ্চ ৩ দশমিক ৫০ শতাংশ হারে।
আগে এ সুদহার লাইবরভিত্তিক ছিল। গত ১৬ আগস্ট এই সুদহার ৫০ বেসিস পয়েন্ট কমিয়ে লাইবরের সঙ্গে সর্বোচ্চ ৩ শতাংশ নির্ধারণ করেছিল বাংলাদেশ ব্যাংক। এখন সেটি ৫০ বেসিস পয়েন্ট বাড়ানো হলো। এর ফলে বিদেশি ঋণ নিতে এখন বেশি সুদ গুনতে হবে। গতকাল বুধবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ ব্যাংক।
প্রজ্ঞাপনে বাংলাদেশ ব্যাংক বলছে, বৈশ্বিক সুদহারের ঊর্ধ্বগতির সঙ্গে সংগতি রেখে নতুন করে সুদহার পুনর্নির্ধারণ করা হয়েছে। মূল্যস্ফীতি সামাল দিতে যুক্তরাষ্ট্রসহ অনেক দেশের কেন্দ্রীয় ব্যাংক তাদের নীতি সুদহার বাড়াচ্ছে। এ কারণে কম সুদে ঋণ পাওয়া কঠিন হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে কেন্দ্রীয় ব্যাংক বিদেশি ঋণ নিতে সুদহার বাড়িয়েছে।
কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তারা বলছেন, ব্যবসায়ীদের সুবিধার জন্য এ নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে ঋণ পেতে কোনো সমস্যা না হয়।