এসবিএসি ব্যাংকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপন
নিজস্ব প্রতিবেদক : সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স (এসবিএসি) ব্যাংক লিমিটেড এর প্রধান কার্যালয়-এ বুধবার (২৮ সেপ্টেম্বর) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশের রূপকার, উন্নয়ন অগ্রগতি ও সম্মৃদ্ধির মূর্তপ্রতীক, গণতন্ত্রের মানসকন্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উদযাপন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন থার্মেক্স গ্রুপ ও মজিদ মোল্লা ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং ব্যাংকের পর্ষদ চেয়ারম্যান আব্দুল কাদির মোল্লা, এসকিউ গ্রুপ ও এসকিউ ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং এসবিএসি ব্যাংকের পরিচালক এ জেড এম শফিউদ্দিন (শামীম) এবং ভিকার গ্রুপের চেয়ারম্যান ও এসবিএসি ব্যাংকের পরিচালক মোহাম্মদ নাজমুল হক।
এছাড়াও এসবিএসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও (চলতি দায়িত্ব) হাবিবুর রহমান, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ নুরুল আজীম, এ.কে.এম রাশেদুল হক চৌধুরী ও ব্যাংকের ঊর্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।