সাপ্তাহিক দর পতনের শীর্ষে মেঘনা লাইফ ইন্স্যুরেন্স
নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানির দর কমেছে ১২ দশমিক ১২ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৭ কোটি ৭৫ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৪ কোটি ৯৪ লাখ ৩৮ হাজার ৪০০ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ইন্টারন্যাশনাল লিজিংয়ের শেয়ার দর কমেছে ১০ দশমিক ৪৫ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৫ কোটি ৩১ লাখ ৯১ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১ কোটি ৬ লাখ ৩৮ হাজার ২০০ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা বিআইএফসির শেয়ার দর কমেছে ৯ দশমিক ২৪ শতাংশ। শেয়ারটি সর্বমোট ১ কোটি ২১ লাখ ৩৪ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২৪ লাখ ২৬ হাজার ৮০০ টাকা।
তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে– আরডি ফুডের ৭.৮০ শতাংশ, বারাকা পতেঙ্গা পাওয়ারের ৭.৫২ শতাংশ, জিবিবি পাওয়ারের ৭.৪১ শতাংশ, এনার্জিপ্যাক পাওয়ারের ৭.৪১ শতাংশ, ওরিয়ন ফার্মার ৭.২৯ শতাংশ, ইন্দো-বাংলা ফার্মার ৬.৯৯ শতাংশ এবং শাহজিবাজার পাওয়ারের শেয়ার দর ৬.৯৪ শতাংশ কমেছে।