মোংলা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে বাগেরহাটের মোংলা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
সোমবার (৩ অক্টোবর) রাতে এ সতর্ক সংকেত জারি করেছে স্থানীয় আবহাওয়া অফিস। এ ছাড়া লঘুচাপের প্রভাবে পশুর নদীর পানি বৃদ্ধির শঙ্কায় রয়েছেন নদীরপারের মানুষ। বৃষ্টিতে বিভিন্ন এলাকার চিংড়ি ঘেরের বেড়িবাঁধ তলিয়ে যাওয়ার খবরও পাওয়া গেছে।
মোংলা আবহাওয়া অফিসের ইনচার্জ অমরেশ চন্দ্র ঢালী জানান, সোমবার ভোর থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত মোংলায় ৮০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। একই সঙ্গে বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। বুধবারও এমন বৃষ্টিপাত অব্যাহত থাকবে। আগামী বৃহস্পতিবার আবহাওয়া স্বাভাবিক হওয়ার সম্ভাবনা আছে।