আজ: রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪ইং, ৩০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

০৫ অক্টোবর ২০২২, বুধবার |

kidarkar

বিদেশিদের আস্থার শীর্ষে থাকা তিন কোম্পানির শেয়ারের বেহাল দশা

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে বিদেশিদের আস্থার শীর্ষে রয়েছে ব্র‌্যাক ব্যাংকসহ তিন ব্যাংক। কোম্পানিগুলো বিদেশিদের আস্থার শীর্ষে থাকলেও শেয়ারদরে তুলনামূলকভাবে অনেক পিছিয়ে রয়েছে। এর মধ্যে ব্র‌্যাক ব্যাংকের শেয়ার গত একমাস ধরে ফ্লোর প্রাইসে অবস্থান করছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে বিদেশিদের সবচেয়ে বেশি আস্থা রয়েছে ব্র্যাক ব্যাংকে। কোম্পানিটিতে মোট ৩৫ দশমিক ২১ শতাংশ শেয়ার রয়েছে বিদেশিদের দখলে।
এছাড়াও ব্যাংক খাতের আরও তিন কোম্পানি বিদেশিদের আস্থার শীর্ষ দশে রয়েছে। এগুলো হলো- ইসলামী ব্যাংক ও সিটি ব্যাংক। এর মধ্যে ইসলামী ব্যাংকে ২২ দশমিক ৫৯ শতাংশ এবং সিটি ব্যাংকে ৪ দশমিক ৭৭ শতাংশ বিনিয়োগ রয়েছে বিদেশিদের।

বিদেশি বিনিয়োগকারীদের আস্থার শীর্ষে রয়েছে এমন কোম্পানিগুলোর মধ্যে শেয়ারদরে সবচেয়ে পিছিয়ে ব্যাংক খাতের এই প্রতিষ্ঠানগুলো। ব্র্যাক ব্যাংকে ৩৫ দশমিক ২১ শতাংশ বিদেশি বিনিয়োগ থাকলেও শেয়ারটি বর্তমানে লেনদেন হচ্ছে ৩৮ টাকা ৫০ পয়সায়। অপরদিকে বিদেশিদের আগ্রহের শীর্ষে থাকা তিন নম্বর কোম্পানি রেনেটার প্রতিটি শেয়ার লেনদেন হচ্ছে ১ হাজার ৩০৩ টাকায়। এ হিসেবে বিদেশি বিনিয়োগের শীর্ষে থেকেও তালিকার তিন নম্বরে থাকা কোম্পানির চেয়ে ব্র্যাক ব্যাংকের শেয়ারদর ৩৩ গুন কম। অর্থাৎ বিদেশি বিনিয়োগে শীর্ষে থেকেও রেনেটার তুলনায় ৩৩ গুন কম দামে ব্র্যাক ব্যাংকের প্রতিটি শেয়ার বিক্রি হচ্ছে।

ব্র্যাক ব্যাংকের শেয়ার যে দামে লেনদেন হচ্ছে এটি সিকিউরিটিজ অ্যান্ড কমিশনের বেঁধে দেওয়া শেয়ারের সর্বনিম্ন দর (ফ্লোর প্রাইস)। ফ্লোর প্রাইস না থাকলে শেয়ারটির দর আরও কমে যাওয়ার সম্ভাবনা ছিল। গত ১ সেপ্টেম্বর থেকেই ব্র‌্যাক ব্যাংকের শেয়ার লেনদেন হচ্ছে ৩৮ টাকা ৫০ পয়সায়।

বিদেশি বিনিয়োগের শীর্ষ দশে আছে আরও দুটি ব্যাংক রয়েছে। যেগুলো শেয়ারদরের আরও বেহাল দশা। ইসলামী ব্যাংকে ২২ দশমিক ৫৯ শতাংশ থাকলেও শেয়ারটি সর্বশেষ লেনদেন হয়েছে ৩২ টাকা ৯০ পয়সায়। আর তালিকার ১০ নম্বরে থাকা সিটি ব্যাংকের শেয়ার সর্বশেষ লেনদেন হয়েছে ২২ টাকা ৮০ পয়সায়।
ব্যাংক খাতের কোম্পানিগুলো ছাড়া বিদেশি বিনিয়োগে এগিয়ে থাকা অন্য কোম্পানিগুলোর শেয়ারদর ১০০ টাকার বেশি। বেক্সিমকো ফার্মা বিদেশি বিনিয়োগে এগিয়ে থাকা কোম্পানিগুলোর মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে।২৮ দশমিক ৩১ শতাংশ বিদেশি বিনিয়োগ থাকা কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১২৯ টাকা ৯০ পয়সায় লেনদেন হয়েছে।
তৃতীয় স্থানে থাকা রেনেটা লিমিটেডের শেয়ারদর ১ হাজার ৩০৩ টাকা। এই কোম্পানিতে বিদেশি বিনিয়োগ রয়েছে ২২ দশমিক ৯০ শতাংশ।
২২ দশমিক ৫৯ শতাংশ বিদেশি বিনিয়োগ রয়েছে অলিম্পিকের। এই কোম্পানিটির শেয়ার সর্বশেষ লেনদেন হয়েছে ১২৮ টাকা ২০ পয়সায়।
১৭ দশমিক ৪৯ শতাংশ বিদেশি বিনিয়োগ থাকায় বিএসআরএম তালিকায় রয়েছে। কোম্পানিটির শেয়ার সর্বশেষ লেনদেন হয়েছে ৯৩ টাকায়।
ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি স্কয়ার ফার্মায় ১৩ দশমিক ৬৪ শতাংশ বিদেশি বিনিয়োগ রয়েছে। কোম্পানিটির শেয়ারের বর্তমান বাজারদর ২০৯ টাকা ৮০ পয়সা।
৬ দশমিক ৯৩ শতাংশ বিদেশি বিনিয়োগ থাকা ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর শেয়ার সর্বশেষ লেনদেন হয়েছে ৫১৮ টাকা ৬০ পয়সায়। আর ৪ দশমিক ৮৩ শতাংশ বিদেশি বিনিয়োগ থাকা কোম্পানি সিঙ্গারের শেয়ার সবশেষ লেনদেন হয় ১৫১ টাকা ৯০ পয়সায়।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.